int n, e;cin >> n >> e;dsu_initialize(n);bool cycle =false;
প্রথমে number of nodes এবং number of edges ইনপুট নিয়া হয়েছে, এরপর dsu_initialize function কে কল করে parent array এবং group_size array কে যথাক্রমে -1 এবং 1 দিয়ে initialize করা হয়েছে।
while (e--){int a, b; cin >> a >> b;int leaderA =dsu_find(a);int leaderB =dsu_find(b);if (leaderA == leaderB) { cycle =true; }else {dsu_union_by_size(a, b); }}
এরপর number of edges বার লুপ চালিয়ে edge গুলোকে ইনপুট নিয়া হয়েছে এবং সেইখানে নোডগুলোর leader কে বের করা হয়েছে dsu_find function কে কল করে , যদি নোড ২টির leader মিলে যায় , তাহলে cycle detect করা হবে, অন্যথায় dsu_union_by_size funciton কে কল করে নোড ২টি কে union করা হবে।
dsu_find এবং dsu_union_by_size function কিভাবে কাজ করে সেইটি আমরা আগের মডিউলে দেখেছি।