মডিউল ৫-০ঃসূচনা

আজকের মডিউলে কন্ডিশনাল স্টেটমেন্ট রিক্যাপ করা হবে। তবে একটু ভিন্ন এংগেল থেকে। তোমরা সিন্টেক্স তো জানোই। সিন্টেক্স জানাটা ইজি তবে সেটা কোন জায়গায় কিভাবে এপ্লাই করতে হবে এটা বুঝতে পারাটাই ইম্পর্ট্যান্ট। আর সেটা বুঝার জন্য সবচেয়ে বেটার ওয়ে হলো কন্ডিশনাল স্টেট্মেন্ট ইউস করে বেশী বেশী প্রবলেম প্র্যাক্টিস করা। আজকের মডিউলে মূলত সেটাই করা হয়েছে।

প্রবলেম সেটের ডক লিঙ্কঃ

https://docs.google.com/document/d/1bepRhM8ttF05-c0SjXgKdNvy6w49Ezx3HgDGbPsg7QQ/edit?usp=sharing

Last updated