মডিউল ৯-০: সূচনা

ধীরে ধীরে তোমরা প্রোগ্রামিং শেখার রাস্তা ধরে আগাচ্ছো। এখন মোটামুটি বেসিক কিছু কন্সেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার এবং সেই রিলেটেড প্রবলেমও সলভ করতেছো। গত উইকে তোমাদের array এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তোমরা জানো এটার কি কাজ কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আজকে এই array কে আমরা কাটাছেঁড়া করবো।

সো এতোক্ষণে বুঝে গিয়েছো আমরা array কে অপারেশন থিয়েটারে নিয়ে এসেছি। এখন তার অপারেশন এর সময়। অর্থাৎ আজকের মডিউলে তোমাদের array অপারেশন শেখানো হবে। কিভাবে কোন একটা এরে থেকে কোন একটা ইলিমেন্ট রিমুভ এবং ইনসার্ট করতে হয়। কিভাবে এরের ইলিমেন্ট গুলোকে রিভার্স অর্ডারে সাজাতে হয়। কিভাবে দুইটা এরের ইলিমেন্ট গুলো কপি করতে হয় এরকম এক্সাইটিং সব অপারেশন শিখে আজকে তোমরা হয়ে যাবে array এর সার্জন।

Last updated