৯-২ঃ Doubly Linked List দেখতে কেমন?

এখন আমরা দেখবো একটা Doubly Linked List আসলে দেখতে কেমন হয়। নিচের ছবিটা দেখা যাক।

এখানে একটা Doubly Linked List আছে যাতে 3 টি value আছে 10, 20 এবং 30. যেহেতু আমরা জানি একটা Doubly Linked List এর node এ 3 টি elements থাকে যেগুলো হলো previous, value এবং next.

নিচের ছবিতে এইসব value গুলো একবার দেখে নিবো। 10 যেহেতু প্রথম value তাই node 10 এর previous এ আছে NULL আর next এ আছে 20 value এর node এর address 5D. ঠিক একইভাবে বাকি value গুলোর জন্যেও value assign করা হচ্ছে। tail এর next এ কিন্তু NULL আছে কারণ tail এর পর আর কোনো value নেই। অর্থাৎ আমাদের head এর previous আর tail এর next এ always NULL থাকবে।

Last updated