৯-২ঃ Doubly Linked List দেখতে কেমন?
Last updated
Last updated
এখন আমরা দেখবো একটা Doubly Linked List আসলে দেখতে কেমন হয়। নিচের ছবিটা দেখা যাক।
এখানে একটা Doubly Linked List আছে যাতে 3 টি value আছে 10, 20 এবং 30. যেহেতু আমরা জানি একটা Doubly Linked List এর node এ 3 টি elements থাকে যেগুলো হলো previous, value এবং next.
নিচের ছবিতে এইসব value গুলো একবার দেখে নিবো। 10 যেহেতু প্রথম value তাই node 10 এর previous এ আছে NULL আর next এ আছে 20 value এর node এর address 5D. ঠিক একইভাবে বাকি value গুলোর জন্যেও value assign করা হচ্ছে। tail এর next এ কিন্তু NULL আছে কারণ tail এর পর আর কোনো value নেই। অর্থাৎ আমাদের head এর previous আর tail এর next এ always NULL থাকবে।