মডিউল ১৯-৬ঃ Reverse Level Order Traversal (Coding Ninjas)
Previousমডিউল ১৯-৫ঃ Special Binary Tree (Coding Ninjas)Nextমডিউল ২১ঃ Binary Search Tree Implementation
Last updated
Last updated
প্রবলেম লিংকঃ
প্রবলেম স্টেটমেন্টঃ একটি ট্রি দেওয়া থাকবে। সেই ট্রি এর নোডগুলো লেভেল অর্ডারে প্রিন্ট করতে হবে কিন্তু রিভার্স করে। সল্যুশনঃ খুব সহজেই এটি করে ফেলা যাবে। আমরা গত মডিউলে দেখানো কিউ দিয়ে লেভেল অর্ডারে ট্রাভারস করে নোডগুলোকে একটি ভেক্টরে রেখে দিব। তারপর সেই ভেক্টরকে রিভার্স করে রিটার্ন করে দিলেই হয়ে যাবে।