মডিউল ১৫-৩ঃ Insert Element At Bottom of Stack (CodingNinjas)
প্রবলেম লিংকঃ Insert An Element At Its Bottom In A Given Stack - Coding Ninjas
প্রবলেম স্টেটমেন্টঃ একটি স্ট্যাক দেওয়া থাকবে। সেই স্ট্যাকের শেষে নতুন একটি এলিমেন্ট এড করতে হবে। সল্যুশনঃ আমরা শুরুতে আরেকটি স্ট্যাক নিয়ে তাতে প্রথম স্ট্যাক এর সবগুলো এলিমেন্ট পুশ করে রেখে দিতে পারি। তারপর সেই স্ট্যাক এ সবগুলো এলিমেন্ট পুশ করা শেষে আমাদের নতুন এলিমেন্ট পুশ করে দিতে পারি। তারপর সেই স্ট্যাক থেকে আবার এলিমেন্টগুলো পূর্বের স্ট্যাকে নিয়ে আসলেই নতুন এলিমেন্টটি সবার শেষে চলে যাবে।
Previousমডিউল ১৫-২ঃ Backspace String Compare (Leetcode)Nextমডিউল ১৫-৪ঃ Maximum Equal Stack Sum (CodingNinjas)
Last updated