৭-৫ঃ Delete Head from Singly Linked List Recap

এবার আমরা লিঙ্কড লিস্টে হেডে ইন্সারট করা রিকেপ করব।

হেড ডিলিট করা খুবই ইজি। আমরা শুরুতে হেডকে একটি ডিলিট নোড পয়েন্টারে রেখে দিব, কাজ শেষে ডিলিট করে দেওয়ার জন্য। কোডঃ Node *deleteNode = head;

হেড পয়েন্টারকে তার নেক্সটে নিয়ে যাব। কোডঃ head = head->next;

তারপর হেড ডিলিট করে দিব। কোডঃ delete deleteNode;

সম্পূর্ণ কোডঃ

Last updated