মডিউল ২৩-৬ঃ Count Words in a String using Map
এবার আমরা দেখব আমরা ম্যাপ দিয়ে কিভাবে ওয়ার্ড কাউন্ট করতে পারি। আমাদের কাছে যদি একটি সেন্টেন্স থাকে। সেখানে কোন ওয়ার্ড কতবার এসেছে তা যদি কাউন্ট করতে চাই তাহলে আমরা সেটি কিভাবে করতে পারি।
আমরা একটি ম্যাপ নিয়ে নিতে পারি। যার কি হিসেবে থাকবে স্ট্রিং যেহেতু আমরা কোন স্ট্রিং কতবার এসেছে তা কাউন্ট করব। আর ভেলু হিসেবে ইন্টিজার নিতে পারি যেহেতু কাউন্ট নাম্বার ইন্টিজার টাইপের। এই প্রবলেমটি কি আমরা এরে দিয়ে করতে পারতাম ? উত্তর হচ্ছে না। এখানে ম্যাপে আমরা কি হিসেবে স্ট্রিং নিয়েছি যা এরে দিয়ে সম্ভব না।
তারপর আমাদের ইনপুট স্ট্রিং থেকে স্ট্রিংস্ট্রিম ব্যবহার করে প্রতিবার একটি করে ওয়ার্ড নিয়ে এসে ম্যাপে রেখে দিতে পারি এবং তার কাউন্ট ১ বাড়িয়ে দিতে পারি। তাহলেই হয়ে যাবে। সবশেষে ম্যাপ প্রিন্ট করলেই দেখতে পারব কোন ওয়ার্ডটি কতবার এসেছে।
কোডটি রান করে একটি সেন্টেন্স ইনপুট দিলে সেই সেন্টেন্সে কোন ওয়ার্ড কতবার এসেছে তা প্রিন্ট হয়ে যাবে।
Last updated