মডিউল ১৩ঃ ব্যাংক ম্যানেজমেন্ট প্রজেক্ট - ১

আমরা একটা ব্যাংক ম্যানেজমেন্ট ওয়েবসাইট বানাবো যেখানে একজন ইউজার অ্যাকাউন্ট তৈরি, লগইন, লগআউট, টাকা ডিপোজিট, টাকা উইথড্র করা, লোন এর রিকোয়েস্ট করা, transaction রিপোর্ট দেখা এই কাজ গুলা করতে পারবে। প্রত্যেক transaction শেষে ইউজার একটা মেইল পাবে যে তার transaction টা সফল হয়েছে, transaction শেষে তার একাউন্ট এ কত টাকা আছে। সেই সাথে যে যখন লোন এর রিকোয়েস্ট করবে সেটা যখনি এখন এডমিন সেটা approve করবেন তখনই সে একটা মেইল পাবেন।

আমাদের প্রজেক্ট টা টোটাল ৩ টা পার্ট এ বিভক্ত

পার্ট ১ : এই পার্ট এ আমরা account মডেল, ইউজার এর অ্যাড্রেস মডেল নিয়ে কাজ করবো

পার্ট ২ : এই পার্ট এ আমরা transaction মডেল নিয়ে কাজ করবো, ডিপোজিট, উইথড্র, লোন রিকোয়েস্ট এর সব কাজ করবো

পার্ট ৩ : কিভাবে django প্রজেক্ট কে postgresql এর সাথে কানেক্ট করতে হয়, কিভাবে ইউজার কে মেইল করতে হয় জানবো।

বেশ interesting একটা প্রজেক্ট হবে, আশা করি বেশ এনজয় করবে। তোমার জন্যে শুভকামনা।

Last updated