মডিউল ২-০: সূচনা
আচ্ছা এটা না হয়ে যদি সেটা হয় তাহলে কি হবে? এই যদির খেলা হবে আজকে!! তবে খেলা অবশ্যই কোডিং এর মাঠেই হবে। অর্থাৎ আজকে আমরা হরেকরকম শর্ত আরোপ করবো। সো উপরের কিছু ইনফর্মাল কথাবার্তা থেকে অনেকেই বুঝে গেছো আজকে আমরা কি শিখতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা অপারেটর এবং কন্ডিশনাল স্টেটমেন্ট এর সাথে পরিচিত হবো। সাথে ছোট ছোট কিছু কোডিং এক্সাম্পলও প্র্যাক্টিস করানো হবে।
এই মডিউলে আমরা কি কি শিখবোঃ
- এরিথমেটিক অপারেটরস সম্পর্কে জানবো
- রিলেশনাল অপারেটরস সম্পর্কে জানবো
- লজিকাল অপারেটরস সম্পর্কে জানবো
- কন্ডিশনালস সম্পর্কে জানবো
- if else, nested if else সম্পর্কে জানবো
Last updated