মডিউল ২-২ঃ রিলেশনাল অপারেটরস

সি প্রোগ্রামিং এর রিলেশনাল অপারেটরস গুলো হলোঃ

সাইন
অপারেটরের নাম
অপারেশন

==

Equal To

চেক করে বাম পাশের এবং ডান পাশের ভ্যালু সমান কিনা।

!=

Not Equal To

চেক করে বাম পাশের এবং ডান পাশের ভ্যালু সমান নয় কিনা।

>

Greater Than

চেক করে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু থেকে বড় কিনা।

<

Less Than

চেক করে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু থেকে ছোট কিনা।

>=

Greater Than or Equal To

চেক করে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু থেকে বড় অথবা সমান কিনা।

<=

Less Than or Equal To

চেক করে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু থেকে ছোট অথবা সমান কিনা।

রিলেশনাল অপারেটর সবসময় সত্য অথবা মিথ্যা রিটার্ন করে। যেমনঃ

৫ > ৩ -> সত্য [ ৫ বড় ৩ এর থেকে -> সত্য ] ১০ < ৩ -> মিথ্যা [ ১০ ছোট ৩ এর থেকে -> মিথ্যা ] ৩ <= ৭ -> সত্য [ ৩ ছোট অথবা সমান ৭ এর থেকে -> সত্য ] ৬ >= ৬ -> সত্য [৬ বড় অথবা সমান ৬ এর থেকে -> সত্য ] ৭==৮ -> মিথ্যা [ ৭ সমান ৮ এর -> মিথ্যা ] ৭!=৮ -> সত্য [ ৭ সমান নয় ৮ এর -> সত্য ]

রিলেশনাল অপারেটর গুলো আমরা এভাবে ইউজ করি। তারমধ্যে >, <, >=, <= এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত। নতুন ২টি অপারেটর হচ্ছে == এবং != == ( Equal To ) আমরা ইউজ করি ২টি ভ্যালু সেইম কিনা চেক করার জন্য। বাম পাশের এবং ডান পাশের ভ্যালু সমান থাকলে এটি সত্য রিটার্ন করে। != ( Not Equal To ) আমরা ইউজ করি ২টি ভ্যালু সেইম না কিনা চেক করার জন্য। বাম পাশের এবং ডান পাশের ভ্যালু সমান না থাকলে এটি সত্য রিটার্ন করে। আর সমান থাকলে মিথ্যা রিটার্ন করে।

Last updated