মডিউল ১৪-২ঃ রিটার্ন + প্যারামিটার
এই টাইপের ফাংশনে রিটার্ন ও থাকে প্যারামিটার ও থাকে। এই টাইপ ফাংশন এর উদাহরন আমরা পূর্বের আর্টিকেলে দেখেছি।
#include<stdio.h>
int sum(int x,int y) // রিটার্ন এবং প্যারামিটার দুটোই আছে। প্যারামিটার হিসেবে দুটো সংখ্যা নিয়ে তাদের যোগফল রিটার্ন করা হচ্ছে।
{
int sum=x+y;
return sum;
}
int main()
{
int x,y;
scanf("%d %d",&x,&y); // দুটো সংখ্যা ইনপুট নেওয়া হচ্ছে।
printf("%d",sum(x,y)); // sum ফাংশনকে কল করে ইনপুটে নেওয়া দুটো সংখ্যা দিয়ে দেওয়া হচ্ছে এবং ফাংশন যা রিটার্ন করছে তা প্রিন্ট করে দেওয়া হচ্ছে।
return 0;
}Last updated