মডিউল ১৪-৩ঃ রিটার্ন + নো প্যারামিটার
এবার আমরা দেখব এমন ফাংশন যা রিটার্ন করবে কিন্তু কোন ইনপুট নিবে না অর্থাৎ কোন প্যারামিটার থাকবে না। আমরা পূর্বের উদাহরনটিই নিচ্ছি দুটি সংখ্যা যোগ করার যেন আমরা পার্থক্য খুব ভালোভাবে বুঝতে পারি।
#include<stdio.h>
int sum() // sum ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। যা দুটি সংখ্যার যোগফল রিটার্ন করবে তাই রিটার্ন টাইপ int। কোন প্যারামিটার নেওয়া হচ্ছে না, তাই প্যারামিটারের অংশটুকু খালি রাখা হয়েছে।
{
int a,b;
scanf("%d %d",&a,&b); // যেহেতু প্যারামিটার নেওয়া হচ্ছে না, তাই এই ফাংশনের ভিতরেই ইউজার থেকে ইনপুট নেওয়া হচ্ছে।
int s=a+b; // ইনপুট নেওয়া সংখ্যা দুটি যোগ করে স্টোর করে রাখা হচ্ছে।
return s; // যোগফল রিটার্ন করা হচ্ছে।
}
int main()
{
int s=sum(); // যেহেতু ফাংশনে কোন প্যারামিটার দেওয়া যাবে না তাই মেইন ফাংশনে ইউজার থেকে ইনপুট নেওয়া হয় নি। সরাসরি ফাংশনকে কল করে দেওয়া হয়েছে কোন প্যারামিটার না দিয়ে এবং ফাংশন যা রিটার্ন করছে তা স্টোর করে রাখা হচ্ছে।
printf("%d",s); // স্টোর করে রাখা ফাংশন থেকে রিটার্ন হয়ে আসা যোগফল প্রিন্ট করা হচ্ছে।
return 0;
}Last updated