মডিউল ১৩-০ঃ সূচনা

প্রিভিয়াস উইকগুলোতে তোমাদের মোটামুটি সি প্রোগ্রামিং এর বেসিক এবং ফান্ডামেন্টাল সব কন্সেপ্ট শেখানো হয়েছে। আজকেও সেখানের একটা টপিক রিক্যাপ করা হবে।

রিক্যাপ করা হবে নেস্টেড লুপ। রিক্যাপ হলেও মূলত একই কন্সেপ্টের নতুন এবং ইন্টারেস্টিং কিছু জিনিস দেখানো হবে। শুরুতেই দেখানো হবে প্যাটার্ন। এরপর একটা ছোট্ট প্রবলেম সলভ করে দেখানো হবে। এবং শেষে শেখানো হবে খুবই মজার একটা এলগরিদম সিলেকশন সর্ট।

Last updated