মডিউল ৭-৫,৭-৬: এরে ইনপুট আউটপুট
Last updated
Last updated
এবার আমরা শিখব কিভাবে এরেতে ইনপুট নেওয়া যায় এবং আউটপুট দেখানো যায়।
আমরা যদি একটি ৫ সাইজের ইন্টিজার এরে ডিক্লেয়ার করিঃ
এখন আমরা যদি এই এরেতে ইনপুট নিতে চাই তাহলে আমাদের ইনপুট নিতে হবে এই সিরিয়ালেঃ
এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সবকিছু সেইম শুধু ইন্ডেক্স এর ভেলু বাদে।
এই ভেলু গুলো আমরা খুব সিম্পলি একটি লুপ চালিয়ে দিতে পারি 0 থেকে 4 পর্যন্ত। তারপর লুপের মধ্যে যদি আমরা ইনপুট নেওয়ার কোড লিখে দেই তাহলে আমাদের ইনপুট নেওয়ার কোড একবার লিখলেই হয়ে যাবে।
সেইমভাবে এরেতে আউটপুট দেখানো যাবে। আউটপুটের ক্ষেত্রে আমাদের প্রতিটি ইন্ডেক্স এ যেয়ে প্রিন্ট করতে হবে। এটিও আমরা একটি লুপ চালিয়ে করে ফেলতে পারি। পুরো কাজ ইনপুট এর মতোই জাস্ট scanf এর জায়গায় printf হবে।