মডিউল ৩-6: লুপের সাথে কন্ডিশন
আমাদের লুপের সাথে কন্ডিশন ব্যাবহার করার প্রয়োজন হতে পারে। আমরা যদি ১ থেকে ১০০ পর্যন্ত প্রতিটি সংখ্যা প্রিন্ট করার পাশাপাশি সেটি জোড় নাকি বিজোড় তাও প্রিন্ট করতে চাই তাহলে আমাদের লুপের মধ্যে কন্ডিশন ব্যাবহার করতে হবে।
এভাবে আমরা চাইলে লুপের মধ্যে কন্ডিশন, কন্ডিশনের মধ্যে লুপ, লুপের মধ্যে কন্ডিশন তার মধ্যে আবার কন্ডিশন এরকম আমাদের প্রয়োজন অনুসারে ব্যাবহার করতে পারি।
Last updated