মডিউল ১০-০: সূচনা

এই মডিউলে আরো একটা নতুন এবং খুবই ইম্পর্ট্যান্ট কন্সেপ্ট আমরা শিখে ফেলবো আর সেটা হলো স্ট্রিং। স্ট্রিং মানে কিন্তু দড়ি। বাট প্রোগ্রামিং এর ভাষায় স্ট্রিং মানে হলো একটা শব্দ বা বাক্য। এগুলো কিভাবে তৈরি হয়? অনেকগুলো বর্ণ একসাথে হয়ে তারপর এক একটা শব্দ তৈরি হয়। অনেকটা দড়ি দিয়ে বর্ণগুলো জোড়া লাগানোর মতো। তাই এটা হলো স্ট্রিং।

সো আজকের মডিউলে এই স্ট্রিং এর বেসিক কন্সেপ্ট গুলো তোমাদের শেখানো হবে। যেমন ধরো এই স্ট্রিংটা আসলে কি? এটার কাজ কি? কিভাবে কোন একটা স্ট্রিং ইনপুট নিতে হয়, প্রিন্ট করে দেখাতে হয় সব কিছু দেখানো হবে। সাথে আরো দেখানো হবে কিভাবে একটা স্ট্রিং এর লেন্থ বের করতে হয়ে অর্থাৎ সেই স্ট্রিং এ কয়টা বর্ণ আছে সেটার পরিমান। এছাড়া আরো টুকটাক কয়েকটা এক্সাইটিং জিনিসপত্র তো আছেই। তাই আর দেরী না করে গরম গরম শুরু করে দাও।

Question Links - https://docs.google.com/document/d/1LfOb5G-pbJaOKUEAUGVATDg6PU96MYKpyASt4nWZGuc/edit?usp=sharing

Last updated