মডিউল ৬-২: ইভেন নাম্বারস
প্রবলেম লিংকঃ B. Even Numbers
প্রবলেম স্টেটমেন্টঃ ইনপুটে একটি সংখ্যা দেওয়া থাকবে। আমাদের ১ থেকে ঐ সংখ্যা পর্যন্ত সবগুলো জোড় সংখ্যা প্রিন্ট করতে হবে। আর যদি কোন জোড় না থাকে তাহলে -১ প্রিন্ট করতে হবে। সল্যুশনঃ যেহেতু জোড় সংখ্যা ২ থেকে শুরু হয় তারমানে ইনপুটে শুধুমাত্র ১ থাকলেই আমাদের -১ প্রিন্ট করতে হবে। বাকি সবক্ষেত্রে আমরা কোন না কোন জোড় সংখ্যা প্রিন্ট করতে পারব। শুরুতে আমরা কন্ডিশন দিয়ে চেক করতে পারি ইনপুটের মান ১ কিনা। যদি ১ হয় তাহলে -১ প্রিন্ট করে দিব। আর নাহলে লুপ চালিয়ে জোড় সংখ্যা প্রিন্ট করে দিব।
Last updated