মডিউল ৬-৯, ৬-১০: নেস্টেড ফর লুপ
Last updated
Last updated
আমরা নেস্টেড কন্ডিশন দেখেছিলাম। সেইমভাবে আমাদের নেস্টেড লুপের ও প্রয়োজন হতে পারে। আমরা একই কাজ বারবার করতে চাইলে লুপ ব্যাবহার করি। সেই বারবার করা কাজটাই যদি আমাদের আরো করানো লাগে তখন আমরা সেটিকে আরেকটা লুপের মধ্যে রেখে দিতে পারি। তখন সেটি হয়ে যাবে নেস্টেড লুপ। যেমন আমরা যদি চাই ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করতে ৫ বার। তখন আমরা ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করার জন্য একটি লুপ লিখতে পারি এবং ৫ বার এই কাজটি করার জন্য এই পুরো লুপটিকে আরেকটি লুপের মধ্যে রেখে দিতে পারি।
গিটবুক গুলো আপনাদের কেমন লাগছে? এই ফর্মটি ফিলাপ করে আমাদের জানাতে পারেন।