প্রবলেম স্টেটমেন্টঃ
ইনপুটে একটি সংখ্যা দেওয়া থাকবে। ঐ সংখ্যার নামতা প্রিন্ট করতে হবে ১২ পর্যন্ত।
সল্যুশনঃ
আমরা সিম্পলি ১ থেকে ১২ পর্যন্ত লুপ চালিয়ে নামতা প্রিন্ট করে দিতে পারি।
#include<stdio.h>
int main()
{
int n;
scanf("%d",&n); // সংখ্যাটি ইনপুট নেওয়া হচ্ছে।
for(int i=1;i<=12;i++) // ১ থেকে ১২ পর্যন্ত লুপ চালানো হচ্ছে।
{
printf("%d * %d = %d\n",n,i,n*i); // প্রথমে সংখ্যাটি প্রিন্ট হচ্ছে, তারপর পর্যায়ক্রমে ১ থেকে ১২ এবং শেষে এদের গুনফল
}
return 0;
}