মডিউল ৬-৫, ৬-৬: ম্যাক্স, মিন
প্রবলেম লিংকঃ E. Max
প্রবলেম স্টেটমেন্টঃ ইনপুটে একটি সংখ্যা দেওয়া থাকবে। তারপর ততগুলো সংখ্যা দেওয়া থাকবে। সবগুলো সংখ্যা থেকে সবথেকে বড় সংখ্যাটি প্রিন্ট করতে হবে। সল্যুশনঃ সবথেকে বড় ভেরিয়েবল ট্র্যাক রাখার জন্য একটি ম্যাক্স ভেরিয়েবল নিয়ে তাতে শুরুতে সবথেকে ছোট নাম্বার রেখে দিতে পারি (INT_MIN)। তারপর লুপ চালিয়ে প্রতিটি ভেলু ইনপুট নিয়ে চেক করে দেখতে পারি সেটি ম্যাক্স ভেরিয়েবল থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এটিই এখন আমাদের সবথেকে বড় সংখ্যা। এটিকে ম্যাক্স ভেরিয়েবলে রেখে দিতে পারি।
সেইমভাবে আমরা চাইলে মিনিমাম নাম্বারটিও বের করে ফেলতে পারি। শুরুতে সবথেকে বড় সংখ্যা (INT_MAX) রাখতে হবে।
Last updated