মডিউল ১৪-০ঃ সূচনা
প্রোগ্রামিং এ ফাংশন খুবই ইম্পর্ট্যান্ট একটা কন্সেপ্ট। ধীরে ধীরে এটার আরো বিস্তারিত ইউস দেখতে পাবে। আজকে দেখানো হবে ফাংশনের বেসিক কিছু কন্সেপ্ট। যেমন ফাংশন কি, কেন আমরা এটা ইউস করবো। কিভাবে ডিক্লেয়ার করতে হয়। সাথে কয়েক টাইপের ফাংশনের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
Last updated