মডিউল ১-৪: প্রোগ্রাম রান করি
Previousমডিউল ১-২ + মডিউল ১-৩: প্রথম সি প্রোগ্রাম + সি আউটপুটNextমডিউল ১-৫+ মডিউল ১-৬:ভেরিয়েবল এবং ডেটা টাইপ
Last updated
Last updated
ফোল্ডার তৈরি করে VS Code এ সে ফোল্ডার ওপেন করে সি ফাইল তৈরি করব। মনে রাখতে হবে সি ফাইলের extension হবে .c
,ফাইলের নাম লিখার নিয়ম: file_name.c
ফাইল তৈরি করার পর এখন আমাদের কাজ হলো কোড করে রান করা । আমরা ২ ভাবে রান করতে পারিঃ
(বিঃ দ্রঃ - সেটিংস এর উপর ভিত্তি করে ভিন্নতা থাকতে পারে)
১) টার্মিনালে রান করা
এডিটরে 1 দিয়ে চিহ্নিত করা আইকনে ক্লিক করে 2 দিয়ে চিহ্নিত করা Run Code অপশনে ক্লিক করলেই টার্মিনালে আউটপুট দেখতে পাবো।
২) টেক্সট ফাইলে রান করা
ইনপুট নেওয়ার জন্যে input.txt ফাইল এবং আউটপুট দেখার জন্যে output.txt ফাইল তৈরি করি এবং F9 ক্লিক করলে আমরা output.txt ফাইলে রেজাল্ট দেখতে পাবো।
তোমার কোডে কোনো প্রকার এরর না থাকলে রেজাল্ট দেখতে পাবে। অন্যথায় কোডে error থাকলে টার্মিনালে error message দেখাবে। যেমনঃ