মডিউল ৩-৫: ১ থেকে এন পর্যন্ত যোগফল
এখন আমরা লুপ এর সাহায্যে ১ থেকে এন পর্যন্ত যোগফল বের করব। এক্ষেত্রে লুপ চালানোর শুরুতে একটি সাম ভেরিয়েবল নিয়ে নিতে পারি। যাতে শুরুতে ০ রেখে দিতে পারি। তারপর ১ থেকে এন পর্যন্ত লুপ চালিয়ে প্রতিবার ঐ ভ্যালুটি সামের সাথে যোগ করে দিতে পারি। এরপর লুপ শেষে সাম প্রিন্ট করে দিলেই আমাদের কাঙ্খিত যোগফল পেয়ে যাব।
এক্ষেত্রে আমরা ইউজার কত পর্যন্ত যোগফল চায় তা ইউজার এর থেকে ইনপুট নিয়ে নিতে পারি।
এক্ষেত্রে লক্ষনীয় হচ্ছে সাম এর মান যদি 10^9 এর থেকে বড় হয়ে যায় তাহলে long long int ব্যাবহার করতে হবে।
Last updated