মডিউল ৩-০: সূচনা
প্রোগ্রামাররা কেমন মানুষ? এক কথায় স্মার্ট মানুষ! সো সেই স্মার্টনেস এর একটা ঝলক দেখবা আজকে। একটা কাজ ম্যানুয়ালি বারবার না করে কিভাবে সহজে প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায় সেটাই দেখানো হবে আজকে।
আজকে শেখানো হবে প্রোগ্রামিং এর অতি গুরুত্বপূর্ণ একটা কন্সেপ্ট লুপ। লুপ কি, এটা কেন আমরা ইউস করবো, কি কি ধরনের লুপ আছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ এটা আজকে আমরা ভাজা ভাজা করে ডাল ভাত দিয়ে খেয়ে ফেলবো।
এই মডিউলে আমরা কি কি শিখবোঃ
- সি প্রোগ্রামিং এর লুপ সম্পর্কে জানবো
- কোন কোন ক্ষেত্রে লুপ ব্যাবহার হয় তা জানবো
- লুপের সাথে কন্ডিশন ব্যাবহার করা জানবো
- Break, Continue সম্পর্কে জানবো
- While, Do While লুপ সম্পর্কে জানবো
Last updated