মডিউল ১৭-১ঃ Call Stack
কল স্ট্যাক" (Call Stack) হলো কম্পিউটার প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ ধারণা, বিশেষ করে ফাংশন কল (function call) এর ক্ষেত্রে। C ভাষাতেও Call Stack একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কল স্ট্যাক কি?
কল স্ট্যাক হলো LIFO (Last In First Out) নীতি ভিত্তিক একটি ডাটা স্ট্রাকচার। এটি মূলত ফাংশন কল এর History ট্র্যাক করে রাখে।
প্রতিটি ফাংশন কল এর সময় তা কল স্ট্যাকে এড করে দেওয়া হয় (pushed)।
যখন কোন ফাংশন তার কাজ সম্পন্ন করে, তখন সেই ফাংশনের তথ্য কল স্ট্যাক থেকে মুছে ফেলা হয় (popped)।
কল স্ট্যাক C ভাষায় কিভাবে কাজ করে?
উদাহরণ:
এই উদাহরণে, main
ফাংশন func1
কে কল করে। func1
ফাংশনটি func2
কে কল করে। কল স্ট্যাক এই ফাংশন কলগুলো ট্র্যাক করে রাখে ।
Output:
Call Stack:
Last updated