মডিউল ১১-৪ঃ স্ট্রিং কনকেটিনেশন
এবার আমরা দেখব কিভাবে একটি স্ট্রিংকে আরেকটি স্ট্রিং এর সাথে কনকেট করা যায় অর্থাৎ শেষে এড করে দেওয়া যায়। সিম্পলি লুপ চালিয়ে করে ফেলতে পারি আমরা। এক্ষেত্রে প্রথম স্ট্রিং এর ক্ষেত্রে লুপ চালানো শুরু করতে পারি প্রথম স্ট্রিং এর লেন্থ থেকে, কারন আমরা এই স্ট্রিং এর লেন্থ থেকে নতুন স্ট্রিং এড করা শুরু করব। আর দ্বিতীয় স্ট্রিং এর ক্ষেত্রে লুপ চালানো শুরু করতে পারি ০ থেকে, কারন এই স্ট্রিং এর শুরু থেকেই এড হতে থাকবে প্রথম স্ট্রিং এ।
এবার আমরা এই কনকেট করার কাজটি একটি বিল্ট-ইন ফাংশন ব্যাবহার করে করব। ফাংশনটি হলো strcat()। এই ফাংশনে দুটি স্ট্রিং দেওয়া হয়, সে দ্বিতীয় স্ট্রিংটি প্রথম স্ট্রিং এর শেষে এড করে দেয়।
Previousমডিউল ১১-২, ১১-৩ঃ স্ট্রিং লেক্সিকোগ্রাফিকাল কম্পারিসনNextমডিউল ১১-৫ঃ কাউন্টিং এরে অর ফ্রিকুয়েন্সি এরে
Last updated