মডিউল ১০-৫: স্ট্রিং এর লেন্থ
আজকে আমরা একটি স্ট্রিং ইনপুট নিয়ে তার লেন্থ বের করব।
লেন্থ ক্যালকুলেট করার জন্য আমরা একটি কাউন্ট ভেরিয়েবল নিয়ে তাতে শুরুতে ০ রেখে দিতে পারি। এরপর লুপ চালিয়ে স্ট্রিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যেয়ে প্রতিবার কাউন্ট এর মান ১ বাড়িয়ে দিতে পারি। এক্ষেত্রে স্ট্রিং এর শেষ মানে হচ্ছে যতক্ষন না আমরা নাল কযারেক্টার ('\০') পাচ্ছি। তারপর লুপ শেষে কাউন্ট এর মান প্রিন্ট করলেই আমরা আমাদের লেন্থ পেয়ে যাব।
এই কোডটি রান করে কোন স্ট্রিং ইনপুট দিলে আউটপুট হিসেবে সেটির লেন্থ চলে আসবে।
সি প্রোগ্রামিং এ কোন স্ট্রিং এর লেন্থ বের করার জন্য বিল্ট-ইন ফাংশন আছে। ওই বিল্ট-ইন ফাংশন ব্যাবহার করে আমরা ১ লাইনেই যেকোন স্ট্রিং এর লেন্থ বের করে ফেলতে পারি। ফাংশনের নাম strlen()। এই ফাংশনের মধ্যে কোন স্ট্রিং এর নাম দিয়ে দিলে ফাংশনটি ঐ স্ট্রিং এর লেন্থ বের করে দিবে।
আমরা এভাবে বিল্ট-ইন ফাংশন ব্যাবহার করে যেকোন স্ট্রিং এর লেন্থ বের করতে পারি। তার আগে আমরা বিল্ট-ইন ফাংশন ব্যাবহার না করে দেখলাম যে আসলে এই বিল্ট-ইন ফাংশন কিভাবে কাজ করে। এখন আমরা কাজ বুঝে গিয়েছি। এখন আমরা বিল্ট-ইন ফাংশন ব্যাবহার করেই করতে পারব।
Last updated