মডিউল ৭-৯: এরেতে সবগুলো ভেলু যোগ করা

আমরা লুপ চালিয়ে এরের ভেলুগুলো প্রিন্ট করা দেখেছি। সেইমভাবে আমাদের যদি এরেতে সবগুলো ভেলু যোগ করতে হয় তখন আমরা লুপ চালিয়ে প্রতিটি ভেলুতে যেয়ে সেটি প্রিন্ট না করে আমরা যোগ করে ফেলতে পারি।

#include<stdio.h>
int main()
{
    int n;
    scanf("%d",&n);   
    int ar[n];
    for(int i=0;i<n;i++)  // এরে ইনপুট নেওয়া হচ্ছে। 
    {
        scanf("%d",&ar[i]);
    }
    int sum=0;    // যোগফল রাখার জন্য একটি ভেরিয়েবল নিয়ে শুরুতে ০ রেখে দেওয়া হচ্ছে। 
    for(int i=0;i<n;i++)  // লুপ চালিয়ে এরের প্রতিটি ইন্ডেক্সে যাচ্ছি। 
    {
        sum=sum+ar[i];   // প্রতিটি ইন্ডেক্সে যেয়ে ভেলুগুলো সাম ভেরিয়েবলের সাথে যোগ করে দিচ্ছি।
    }
    printf("%d",sum);   // ভেরিয়েবলটি প্রিন্ট করে যোগফল প্রিন্ট করা হচ্ছে। 
    return 0;
}

Last updated