মডিউল ১৩-১ঃ What is stack (animation)

এই module এ আমরা stack কি আর stack এর বিভিন্ন operation গুলো সম্পর্কে। প্রথমে দেখা যাক stack of plates দিয়ে কিভাবে আমরা stack implementation বুঝবো। এখানে কয়েকটা plate একটার উপর আরেকটা রাখা আছে, যাকে আমরা stack of plates বলবো।

এখানে একটা stack of plates আছে যার সবার উপরের plate এর positionটাকে আমরা বলবো TOP, আর কোনো plate কে stack এ রাখা process টাকে বলবো PUSH আর কোনো plate কে stack থেকে বাইরে নিয়ে আসার process টাকে বলে POP. আবার stack এর খালি অবস্থাকে বলে EMPTY.

Last updated