মডিউল ১৩- ৪,৫ঃ Stack Implement using Array

এইবার আমরা দেখবো কিভাবে array দিয়ে stack implementation করা যায়। এখানে আমরা array হিসেবে stl vector নিবো যাতে implementation গুলো বুঝতে সুবিধা হয়।

Code:

#include <bits/stdc++.h>
using namespace std;
class myStack
{
public:
    vector<int> v; // একটা vector v নেয়া হচ্ছে।
    void push(int val) // একটা push function নেয়া হচ্ছে যেখানে vector এর push_back method use করা হচ্ছে।
    {
        v.push_back(val); 
    }
    //একইভাবে pop funtion বানানো হচ্ছে।
    void pop()
    {
        v.pop_back();
    }
    //top function  এ vector এর back method use করা হচ্ছে যা আমাদের vector এর last value টা দিবে।
    int top() 
    {
        return v.back();
    }
    //vector এর size method দিয়ে stack এ size function বানানো হচ্ছে।
    int size()
    {
        return v.size();
    }
    //empty check করার operation এ ও size method এ সাহায্যে
    bool empty()
    {
        if (v.size() == 0)
            return true;
        else
            return false;
    }
};
int main()
{
    myStack st; //এখানে এভাবে করে আমরা একটা stack object নিচ্ছি।
    int n;
    cin >> n; // এখানে stack এ size নিচ্ছি।
    for (int i = 0; i < n; i++)
    {
        int x;
        cin >> x;
        st.push(x); //এই method এর মাধ্যমে stack এ value রাখা হচ্ছে
    }
    while (st.empty() == false) //এখানে stack এ value আছে কিনা check করা হচ্ছে।
    {
        cout << st.top() << endl;  // এখানে top value টা check করে print করা হচ্ছে।
        st.pop(); //top value টা delete বা pop করা হচ্ছে।
    }

    return 0;
}


Last updated