২-৩ঃ ভেক্টর মডিফাইয়ার ফাংশন -১
Last updated
Last updated
এই পেইজে আমরা একটি ভেক্টর কে কীভাবে বিভিন্ন ফানশনের সাহায্যে মডিফাই করা যায় তা দেখবো।
ভেক্টর কে মডিফাই করার বিভিন্ন ফাংশনঃ 1. ভেক্টর এসাইনঃ আমরা চাইলে একটি ভেক্টর এ আরেকটি ভেক্টর এসাইন করতে পারি। যদি ঐ দুইটি ভেক্টরের সাইজ সমান হয় , সেক্ষেত্রে এই এসাইনের টাইম কমপ্লেক্সিটি হবে O(1) , অন্যথায় এর টাইম কমপ্লেক্সিটি হবে O(N)
push_back() -> এই ফাংশনের মাধ্যমে আমরা ভেক্টরের শেষের দিকে একটি ভ্যালু insert করতে পারি । একটি ভ্যালু insert করার পর vector টির সাইজ ১ বেড়ে যাবে। এই ফাংশনের টাইম কমপ্লেক্সিটি হলো O(1).
pop_back() -> এই ফাংশনের সাহায্যে আমরা ভেক্টরের সর্ব ডানের ভ্যালুটি ডিলিট করতে পারি। ভ্যালু কমে যাওয়ার কারণে ভেক্টরের সাইজ ও ১ কমে যাবে। এই ফাংশনের টাইম কমপ্লেক্সিটি O(1).
v.insert() : এই ফাংশনের সাহায্যে আমরা ভেক্টরের যেকোন index এ ভ্যালু এড করতে পারবো। এই ফাংশনের টাইম কমপ্লেক্সিটি হলো O(N+K) যেখানে N হলো ভেক্টরের সাইজ এবং K হলো আমরা কয়টি ভ্যালু insert করবো তার সংখ্যা। ধরেন আমরা চাচ্ছি আমাদের ভেক্টরের k তম index ভ্যালু ১০ এড করতে। এই ক্ষেত্রে আমরা লিখবো , তার index এবং তার ভ্যালু। এরপর আমি যদি চাই , একটি index থেকে শুরু করে আরেকটি ভেক্টর এখানে insert করতে এই ক্ষেত্রে আমরা ফাংশনে ভেক্টরের index , এবং আরেকটি ভেক্টর এর শুরু এবং শেষের পয়েন্টার টা দিয়ে দিবো। নিচে ভেক্টরে কোন একটি ইন্ডেক্সের পজিশন কীভাবে বের করা যায় তা চিত্রে দেখানো হলো
v.erase() -> এই ফাংশনের সাহায্যে আমরা ভেক্টরের কোন একটি ইন্ডেক্সের ভ্যালু ডিলিট করতে পারি। এর জন্য এই ফাংশনে ঐ ইন্ডেক্সের পয়েন্টার টি পাস করে দিতে হবে। আমরা যদি চাই একটি রেঞ্জের সকল ভ্যালু গুলা ডিলিট করতে তবে erase ফাংশনের মধ্যে যে ভ্যালু থেকে শুরু করতে চাই তবে এই ক্ষেত্রে ঐ রেঞ্জের শুরুর ইন্ডেক্সের পয়েন্টার এবং ঐ রেঞ্জের শেষের ইন্ডেক্সের পয়েন্টার পাস করতে হবে।