২-০ঃ সূচনা
সবাইকে STL এর প্রথম মডিউলে স্বাগতম। STL হলো সি++ এর একটি পাওয়ারফুল লাইব্রেরি , যেখানে আমরা কিছু কি ওয়ার্ড ব্যবহার করে খুব সহজে অনেক কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার এবং এলগরিদম ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। এই মডিউল শেষে আমরা যা যা শিখতে পারবোঃ
ভেক্টর কি তা জানতে পারবো
ভেক্টর কীভাবে initialize করতে হয় তা জানবো
ভেক্টর এর Constructor গুলা সম্পর্কে জানবো
ভেক্টর এর Capacity,Modifiers Related ফাংশন গুলা সম্পর্কে জানবো
ভেক্টর কীভাবে Access করতে হয় এবং Iterator কীভাবে কাজ করে তা সম্পর্কে জানবো
Vector কীভাবে ইনপুট নিতে হয় তা সম্পর্কে জানবো
স্ট্রিং এর ভেক্টর সম্পর্কে জানবো
Last updated