১৪-০ঃ সূচনা

স্ট্যাকের মতো ইন্টারেস্টিং ডাটা স্ট্রাকচার এরপর এবার আমরা আরেকটি ডাটা স্ট্রাকচার শিখবো। আর তা হলো Queue. এই মডিউল শেষে আমরা যা যা শিখবো

  • Queue সম্পর্কে জানবো এবং এটি কোথায় ব্যবহৃত হয় তা জানবো

  • Singly Linked List দিয়ে Queue ইমপ্লিমেন্ট করবো

  • STL List দিয়ে Queue ইমপ্লিমেন্ট করবো

  • Doubly Linked List দিয়ে Queue ইমপ্লিমেন্ট করবো

  • STL er Queue লাইব্রেরি দেখবো

  • Stack এবং Queue Related প্রবলেম সল্ভ করবো

Last updated