১৪-৫ঃ STL List এর সাহায্যে Queue তৈরি করা
এই মডিউল এ আমরা দেখবো কীভাবে Doubly LInked List এর লাইব্রেরি STL List এর সাহায্যে Queue ইমপ্লিমেন্ট করা যায়। আমরা যেহেতু , Doubly Linked List এর সাহায্যে গত পেজে Queue ইমপ্লিমেন্ট করা শিখেছি , এবং STL List হলো Doubly Linked List এর STL লাইব্রেরী । তাই আমরা Doubly Linked লিস্ট এর সকল কাজ এইবার List দিয়ে করে ফেলবো। প্রথমে দেখে নেয়া যাক , Queue এর ফাংশন গুলোর সাথে STL List এর কোথায় কোথায় মিল রয়েছে। 1. push() -> এই অপারেশনের মাধ্যমে আমরা Queue এর শেষে একটি ভ্যালু Insertion করতে পারি। যা List এর list. push_ back() ফাংশনের মতো । 2. front() -> এই অপারেশনের সাহায্যে আমরা Queue এর শুরুতে কোন ভ্যালু আছে তা জানতে পারি। এই অপারেশন টি List এর list.front() ফাংশনের মতো কাজ করে। 3. pop() -> এই অপারেশনের মাধ্যমে আমরা Queue তা বা লাইনে সবার শুরুতে যে ভ্যালু আছে তা Queue থেকে মুছে দিতে পারি। যা List এর list.pop_front() এর মতো কাজ করে
size() -> এই অপারেশনের মাধ্যমে আমরা Queue তে কতটি ভ্যালু আছে তা জানতে পারি। একটি List এর সাইজ আমরা list.size() ফাংশনের সাহায্যে পেতে পারি । এই ক্ষেত্রে কোনো সাইজ ট্রেকার এর প্রয়োজন নেই
empty() -> এই ফাংশনের সাহায্যে আমরা দেখতে পারি Queue খালি কিনা। একটি List খালি কিনা আমরা তা খুব সহজে STL List এর builtin ফাংশন list.empty() কল করে পেয়ে যেতে পারি ।
আসুন এই Simple কাজ গুলো কোডের সাহায্যে দেখে নেয়া যাক। Code:
Last updated