টাইম কমপ্লেক্সিটি থেকে টাইম ক্যালকুলেট করা
Last updated
Last updated
আমরা নরমালি যখন কোন অনলাইন জাজে প্রবলেম সল্ভ করতে যাই, তখন সেই প্রবলেমে একটি টাইম লিমিট থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইম লিমিটটি ১ থেকে ৩ সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। আমাদের কম্পিউটার নরমালি ১ সেকেন্ডে 10^7 অপারেশন কমপ্লিট করতে পারে। তাহলেঃ 10^7 অপারেশন কমপ্লিট করতে সময় লাগছে 1 সেকেন্ড। 10^8 অপারেশন কমপ্লিট করতে সময় লাগছে 10 সেকেন্ড। 10^9 অপারেশন কমপ্লিট করতে সময় লাগছে 100 সেকেন্ড।
তাহলে ১ থেকে ৩ সেকেন্ডে আমরা 10^7 থেকে 3*10^7 পর্যন্ত অপারেশন চালাতে পারব। তাহলে আমাদের যেকোন প্রবলেমের এমন সলুশন বের করতে হবে যেন তা মোটামোটি 10^7 অপারেশনের মধ্যে কমপ্লিট হয়।
আমরা মনে রাখার জন্য এটি ফলো করতে পারিঃ