৬-৬ঃ Head ডিলিট
Head Node ডিলিট করা Head Node এ কোনো একটি Node insert করার মতোই simple. Working Procedure:
Delete_node এ head কে স্টোর করে রাখবো
head এ head->next স্টোর করে রাখি। অর্থাৎ , head কে shift করে এর পরের Node এ নিয়ে যাবো
এরপর delete keyword ব্যবহার করে Delete_node কে ডিলিট করে দিবো।
Code :
void delete_head(Node *&head){
Node* delete_node = head; // Delete_node এ head কে স্টোর করে রাখলাম
head = head->next; //head এ head->next স্টোর করে রাখি
delete delete_node; // delete_node কে delete করে দিলাম
}
এইভাবে linked list এ কাজ করার ক্ষেত্রে আমরা অনেক error ফেইস করবো। নেক্সট এ আমরা শিখবো কীভাবে error handling করতে হবে।
Last updated