মডিউল ১.৩ : কিভাবে জ্যাংগো ইনস্টল করবো
এখানে আমরা জ্যাংগো ইনস্টল করার স্টেপ সম্পর্কে জানবো
ল্যাপটপ এর কোনো একটা ড্রাইভ থেকে একটা ফোল্ডার ওপেন করো যেখানে তুমি তোমার সব জ্যাংগো প্রজেক্ট এর কোড গুলা রাখবে । তারপর সেই ফোল্ডার কে cmd দিয়ে ওপেন করো । তারপর নিচের কম্যান্ড গুলা দাও সেখানে .
বি দ্রঃ অবশ্যই পাইথন ইনস্টল থাকতে হবে
জ্যাংগো কে আমরা দুই ভাবে আমাদের সিস্টেম এ ইনস্টল করতে পারি
১. Globally
২. Inside Virtual Environment
নিচে বিস্তারিত দেওয়া হলো
pip install djangoতোমার ল্যাপটপ এ গ্লোবালি জ্যাংগো ইনস্টল হয়ে যাবে
pip listপাইথন এর যত প্যাকেজ তুমি ইনস্টল করেছো তার লিস্ট দেখতে পাবে
django-admin --version জ্যাংগো ইনস্টল হয়ে গেলে তার ভার্সন দেখতে পাবে
pipenv --versionভার্চুয়াল এনভায়রনমেন্ট এর pipenv প্যাকেজ টা পাইথন ইনস্টল করার সময় ই অটো ইনস্টল হয়ে যায় । এই কমান্ড দিয়ে তুমি পাইথন venv যেটা দিয়ে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরী করবো তার ভার্সন দেখতে পাবে ।
python -m venv room1এই কমান্ড দিয়ে room1 নামে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরী হবে
cd room1cd মানে হচ্ছে Change Directory অর্থাৎ তুমি এখন যে ফোল্ডার এ আছো সেই ফোল্ডার থেকে room1 ফোল্ডার এর মধ্যে যাবে
Scripts\activate.batভার্চুয়াল এনভায়রনমেন্ট কে তোমাকে এক্টিভেট করতে হবে না হলে সে কাজ করবে না
pip install djangoজ্যাংগো প্যাকেজ টা তোমার room1 এর মধ্যে তৈরী হয়ে যাবে
python install django==3.9অথবা তুমি যদি চাও জ্যাংগো এর একটা নির্দিষ্ট প্যাকেজ কে ইনস্টল করতে তাইলে এভাবে কমান্ড দিতে পারবে।
Last updated