১১-১০ঃ Session Expired Features ইমপ্লিমেন্ট করার উপায়
Last updated
Last updated
আমরা জানি, ডিফল্ট SESSION_COOKIE_AGE হলো ২ সপ্তাহ , বা 7*24*60*60 Seconds . এই মডিউলে দেখব কিভাবে ডিফল্ট SESSION_COOKIE_AGE পরিবর্তন করা যায়।
কাজটি খুবই সহজ, settings.py ফাইলের নিচের দিকে নতুন একটি লাইন এ্যাড করে দেই-
এখন SESSION_COOKIE_AGE হয়ে গেল ১০ সেকেন্ড, অর্থ্যাৎ, ১০ সেকেন্ড পর সেশন Expired হয়ে যাবে । ব্যাপারটা যাচাই করে দেখার জন্য get_session ফাংশনটি নিচের মত করে লিখি -
Code:: 11.9.1 first_app/views.py
এখন, সেশন সেট করার ১০ সেকেন্ড পর http://127.0.0.1:8000/get/ URL -এ গিয়ে ব্রাউজার রিফ্রেশ দিলে দেখা যাবে সেশনটি আর নাই -