আজকে আমরা urls.py নিয়ে কাজ করবো। একটা অ্যাপ এ কিন্তু urls.py থাকে না সো আমাদেরকে সেটা তৈরি করে নিতে হবে তারপর সেটা mamar_bank inner প্রজেক্ট ফোল্ডার এ রেজিষ্টার করতে হবে এবং নিচের মত করে করে ইউআরএল এর নাম সহ ইউআরএল ডিফাইন করবো।
from django.urls import path from .views import DepositMoneyView, WithdrawMoneyView, TransactionReportView,LoanRequestView,LoanListView,PayLoanView urlpatterns = [ path("deposit/", DepositMoneyView.as_view(), name="deposit_money"), path("report/", TransactionReportView.as_view(), name="transaction_report"), path("withdraw/", WithdrawMoneyView.as_view(), name="withdraw_money"), path("loan_request/", LoanRequestView.as_view(), name="loan_request"), path("loans/", LoanListView.as_view(), name="loan_list"), path("loans/<int:loan_id>/", PayLoanView.as_view(), name="pay"), ]
Last updated 1 year ago