মডিউল ২.২ : কিভাবে app থেকে টেম্পলেট রেন্ডার করতে হয়
Last updated
Last updated
আজকে আমরা জানবো কিভাবে অ্যাপ থেকে templates ফোল্ডার এর মধ্যের html কে রেন্ডার করতে হয়। তোমার মাথায় কোয়েশ্চন আশা উচিত যে ভাইয়া গ্লোবালি তো শিখলাম তাইলে অ্যাপ এর মধ্যে থেকে templates ইউজ করার কি দরকার!?
উত্তর হচ্ছে, আমাদের কি মনে আছে যে প্রজেক্ট কে অনেক গুলা ছোটো ছোটো অ্যাপ এ ভাগ করে ফেললে আমাদের সেগুলা ম্যানেজ করতে সুবিধা হয় ঠিক সেজন্যেই আমরা অ্যাপ এর মধ্যে থেকে কিভাবে html কে রেন্ডার করতে হয় শিখবো।
এখন অ্যাপ কে তো আমরা আগেই settings.py এ জানিয়ে দিয়ে আসছিলাম, তাই আমাদের বস settings.py আমাদেরকে একটা সুযোগ দিছে যে আমরা যদি templates নামের একটা ফোল্ডার তৈরি করি তাইলে সেটাকে কাউকে জানানো লাগবে না, জাস্ট নাম টা templates রাখলেই django বুঝে নিবে যে এটার মধ্যে html ফাইল আছে।
সো আমরা এখন অ্যাপ এর মধ্যে templates ফোল্ডার তৈরি করবো আর views থেকে আমাদের html কে রেন্ডার করবো।