মডিউল ৭-২ঃ প্রজেক্ট সেট-আপ

এই মডিউলে আমরা ব্লগ প্রজেক্টের ইনিশিয়াল সেট-আপ গুলো কমপ্লিট করে ফেলব

শুরুতেই একটা রুট-ডিরেকটরি Blog-Project ক্রিয়েট করে সেখানে blog_project নামের জ্যাংগো প্রজেক্ট ক্রিয়েট করি। তারপর, ৪ টি এ্যাপ তৈরি করে ফেলি -

  • author

  • profiles

  • posts

  • categories

blog_project এর settings.py ফাইলের INSTALLED_APPS লিস্টে এ্যাপগুলো এ্যাড করে ফেলি ।

এখন , blog_project, author, profiles, posts, categories এর জন্য URL-প্যাটার্ন গুলো ডিফাইন করে নেই-

Code:: 7.2.1 blog_project/urls.py

Code:: 7.2.2 author/urls.py

Code:: 7.2.3 profiles/urls.py

Code:: 7.2.4 posts/urls.py

Code:: 7.2.5 categories/urls.py

উপড়ের URL-প্যাটার্নে উল্লেখিত view ফাংশনগুলি এখনো ডিফাইন করা হয় নাই, সুতরাং এই অবস্থায় প্রজেক্ট রান করলে আমরা বেশ কিছু ইরোর পাব । অবশ্য, পরবর্তী মডিউলগুলোতে আমরা view ফাংশনগুলি নিয়ে কাজ করব।

Last updated