১৭-৩ : ব্যানার ডিজাইন
এই মডিউলে ব্যানার ডিজাইনের কাজটি করে ফেলি।
এর জন্য https://github.com/ratin17/Hospital-management-Frontend গিটহাব রেপোসিটরি থেকে Images ফোল্ডার টি সংগ্রহ করে রুট ডিরেকটরিতে রাখি-

index.html ফাইলটি নিচের মত করে লিখে ফেলি-
Code:: 17.2.1 index.html
style.css ফাইলটি নিচের মত করে লিখে ফেলি-
Code:: 17.2.2 style.css
এখন, ব্রাউজারে নিচের মত আউটপুট দেখা যাবে-

Last updated