১৫.১ : PostgreSql সেটআপ পার্ট ১

আজকে থেকে আমরা জানবো আমাদের প্রজেক্ট এ postgresql অ্যাড করে কাজ করতে হয়। Postgresql হচ্ছে একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার যেখানে ডাটাবেজ এর সব কাজ করা যাবে। এটা খুব পাওয়ারফুল এবং পপুলার একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

নিচের ব্লগ টা পড়ে নিবে sqlite আর postgresql এর ডিফারেন্স আরো ভালো ভাবে জানার জন্যে।

https://www.geeksforgeeks.org/difference-between-sqlite-and-postgresql/

আর নিচের ব্লগ টা ফলো করবে কিভাবে ইন্সটল করতে হবে postgresql সফটওয়্যার টা, অপারেটিং সিস্টেম এর উপর base করে ডিফারেন্ট স্টেপ বলে দেওয়া হয়েছে এখানে।

https://www.postgresqltutorial.com/postgresql-getting-started/

Last updated