১৫.২ এবং ১৫.৩ : PostgreSql সেটআপ পার্ট ২,৩
Last updated
Last updated
আজকে আমরা postgresql সেটাপ এর পার্ট ২ এর কাজ করবো। Postgresql যে ইনস্টল হয়েছে সেটা দেখার জন্যে আমাদের windows এর সার্চ বার এ লিখবো pgadmin, তাইলে একটা সফটওয়্যার দেখতে পারবা সেটা ওপেন করে ফেলবো আমরা।
এখন তুমি নিচের ব্লগ টা একটু খেয়াল করে ফলো করবা তাইলে postgresql এর সার্ভার এ ডাটাবেজ connect করতে পারবা।
এখন ব্যাপার টা হচ্ছে এভাবে যদি আমরা ডাটাবেজ এর ডিটেইলস পাবলিক রেখে দেই তাইলে ডাটাবেজ হ্যাক হবার সম্ভাবনা থাকবে। সেজন্যে আমরা লুকিয়ে রাখবো বিষয় গুলা, অর্থাৎ ডাটাবেজ এর কাজ ও হবে কিন্তু ডাটাবেজ এর নাম, পাসওয়ার্ড এইগুলা hidden থাকবে। সেজন্যে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ইউজ করবো।
নিচের ব্লগ টা খেয়াল করো।