১৫.২ এবং ১৫.৩ : PostgreSql সেটআপ পার্ট ২,৩

আজকে আমরা postgresql সেটাপ এর পার্ট ২ এর কাজ করবো। Postgresql যে ইনস্টল হয়েছে সেটা দেখার জন্যে আমাদের windows এর সার্চ বার এ লিখবো pgadmin, তাইলে একটা সফটওয়্যার দেখতে পারবা সেটা ওপেন করে ফেলবো আমরা।

এখন তুমি নিচের ব্লগ টা একটু খেয়াল করে ফলো করবা তাইলে postgresql এর সার্ভার এ ডাটাবেজ connect করতে পারবা। https://www.postgresqltutorial.com/postgresql-getting-started/install-postgresql/

এখন ব্যাপার টা হচ্ছে এভাবে যদি আমরা ডাটাবেজ এর ডিটেইলস পাবলিক রেখে দেই তাইলে ডাটাবেজ হ্যাক হবার সম্ভাবনা থাকবে। সেজন্যে আমরা লুকিয়ে রাখবো বিষয় গুলা, অর্থাৎ ডাটাবেজ এর কাজ ও হবে কিন্তু ডাটাবেজ এর নাম, পাসওয়ার্ড এইগুলা hidden থাকবে। সেজন্যে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ইউজ করবো।

নিচের ব্লগ টা খেয়াল করো। https://stackpython.medium.com/how-to-start-django-project-with-a-database-postgresql-aaa1d74659d8

Last updated