VS Code Setup
প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের কম্পিউটারকে রেডি করতে হবে কোড রান করার জন্য। এরজন্য আমাদের দুটি জিনিস লাগবে।
আমাদের PC এর environment এ MINGW ইন্সটল করা.
Editor হিসেবে VS Code install করা এবং প্রয়োজনীয় সেটিংস গুলো করা
Video Tutorial:
MinGW Setup: Link : https://drive.google.com/file/d/1aC9xQL2J1JSMT-ChEd2DP4OR4es5FSjq/view?usp=sharing
১।প্রথমে প্রদত্ত লিঙ্ক থেকে MinGW.zip ফাইল টি ডাওনলোড করুন ।

২। এই লিঙ্ক থেকে Zip File টি ডাউনলোড করার পর তা Extract করে C Drive এ রাখুন।

৩। MinGW folder এ ওপেন করে bin এ যাবেন। তারপর সেখান থেকে location টি কপি করে নেই।

৪। এরপর Windows Search বাটনে লিখুন " Edit the system environment variables " এবং সেখান থেকে এই সেকশন টি ওপেন করে নিন।

৫। Path e ডাবল ক্লিক করুন

৬। New তে ক্লিক করে সেখানে কপি করা Path টি পেস্ট করে OK ক্লিক করা।

ব্যাস , MinGW settings হয়ে গেলো। এবার VS Code সেটিংস এর পালা। VS Code Setup: Link: https://code.visualstudio.com/download
১। উপরোক্ত লিঙ্ক থেকে VS Code টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২। এরপর VS Code এর Extension অপশনে যেয়ে নিচের তিনটি এক্সটেনশন ডাওনলোড করে নিন।

৩। এরপর ফাইল থেকে .c extension যুক্ত ফাইল ক্রিয়েট করে আমরা নিচের কমান্ড গুলোর সাহায্যে C program টি রান করতে পারবো

নিচের কমান্ডগুলোর সাহায্যে আমরা ফাইল টি রান করতে পারবো। এক্ষেত্রে আমরা প্রথম এবং তৃতীয় কমান্ড ব্যবহার করতে পারি।

Last updated