Conditional Operators
প্রোগ্রামিং এ একটি জিনিসের সাথে আরেকটি জিনিস চেক করার জন্য আমরা conditional operator গুলো ব্যবহার করে থাকি । সি ( C ) প্রোগ্রামিং এর কিছু Conditional operator নিয়ে নিচে আলোচনা করা হলোঃ Equal to (==): এই conditional অপারেটর এর সাহায্যে আমরা দুটি ভ্যারিয়েবল সমান কিনা তা চেক করতে পারি। এক্ষেত্রে দুটি ভ্যারিয়েবলের মাঝখানে এই conditional অপারেটর বসিয়ে চেক করা যায় মান দুটি সমান কিনা। মান দুটি সমান হলে এই কন্ডিশনিং টা TRUE ( সত্য ) রিটার্ন করবে, অন্যথায় এটি মিথ্যা রিটার্ন করবে। যেমনঃ 5 == 5 ( যেহেতু বাম এবং ডানের মান সমান তাই এটি True রিটার্ন করবে ) 6 == 7 ( যেহেতু বাম এবং ডানের মান সমান নয় তাই এটি False রিটার্ন করবে ) Not Equal to (!=): এই conditional অপারেটর এর সাহায্যে আমরা দুটি ভ্যারিয়েবল সমান নয় কিনা তা চেক করতে পারি। এক্ষেত্রে দুটি ভ্যারিয়েবলের মাঝখানে এই conditional অপারেটর বসিয়ে চেক করা যায় মান দুটি সমান নয় কিনা। মান দুটি সমান না হলে এই কন্ডিশনিং টা TRUE ( সত্য ) রিটার্ন করবে, অন্যথায় এটি মিথ্যা রিটার্ন করবে। যেমনঃ 5 != 5 ( যেহেতু বাম এবং ডানের মান সমান তাই এটি False রিটার্ন করবে ) 6 != 7 ( যেহেতু বাম এবং ডানের মান সমান নয় তাই এটি True রিটার্ন করবে )
আরো কিছু Conditional operator সম্পর্কে সংক্ষেপে দেয়া হলো, এগুলো সম্পর্কে সামনে আমরা বিস্তারিত জানবো। Greater Than (>): চেক করে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু থেকে বড় কিনা।
Less Than (<): চেক করে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু থেকে ছোট কিনা।
Greater Than or Equal To ( >=): চেক করে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু থেকে বড় অথবা সমান কিনা।
Less Than or Equal To ( <=): চেক করে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালু থেকে ছোট অথবা সমান কিনা।
Last updated