Types Of Numbers and Operation
Last updated
Last updated
ম্যাথ মানেই নাম্বার। এবার আমরা দেখব বিভিন্ন টাইপের নাম্বার এবং তাদের অপারেশন।
আমরা গনিত বইতে এরকম একটি নাম্বার লাইন দেখতাম। যার মাঝে থাকত ০, ডান সাইডে থাকত সব পজিটিভ বা ধনাত্মক নাম্বার ( ১,২,৩,৪,৫...) এবং বাম সাইডে থাকত সব নেগেটিভ বা ঋণাত্মক নাম্বার (-১,-২,-৩...)
Real Number ( বাস্তব সংখ্যা ) : নাম্বার লাইনের উপরে থাকা যেকোন নাম্বারই বাস্তব সংখ্যা। উদাহরনঃ ৫, -১০, -৫.৬৬
Positive Number ( ধনাত্মক সংখ্যা ) : ০ এর ডানপাশে থাকা যেকোন নাম্বারই ধনাত্মক সংখ্যা। উদাহরনঃ ৫, ১০.৬৭
Negative Number ( ঋণাত্মক সংখ্যা ) : ০ এর বামপাশে থাকা যেকোন নাম্বারই ঋণাত্মক সংখ্যা। উদাহরনঃ -৫, -১৫.৬৭
Non-Negative Number ( অঋণাত্মক সংখ্যা ) : ০ এবং এর ডানপাশে থাকা যেকোন নাম্বারই অঋণাত্মক সংখ্যা। উদাহরনঃ ০,৫, ২৩.৩৩
Integer ( পূর্ণ সংখ্যা ) : সকল পূর্ণ সংখ্যা। উদাহরনঃ ...-৩,-২,-১,০,১,২,৩,৪,৫...
Natural Number ( প্রকৃত সংখ্যা ) : শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রকৃত সংখ্যা বলা হয়। উদাহরনঃ ১,২,৩,৪,৫...
Rational Number ( মূলদ সংখ্যা ) : যেসকল সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ রুপে প্রকাশ করা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলে। উদাহরনঃ ০.৫ কে ১/২ দিয়ে প্রকাশ করা যায়, ৩.৫ কে ৭/২ দিয়ে প্রকাশ করা যায়।
Irrational Number ( অমূলদ সংখ্যা ) : যেসকল সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ রুপে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। উদাহরনঃ ৩.১৪১৫৯...
Operation:
+
Plus
বাম পাশের ভ্যালুর সাথে ডান পাশের ভ্যালু যোগ করে
-
Minus
বাম পাশের ভ্যালু থেকে ডান পাশের ভ্যালু বিয়োগ করে
x
Multiplication
বাম পাশের ভ্যালুর সাথে ডান পাশের ভ্যালু গুণ করে
/
Division
বাম পাশের ভ্যালুকে ডান পাশের ভ্যালু দিয়ে ভাগ করে
%
Mod
বাম পাশের ভ্যালুকে ডান পাশের ভ্যালু দিয়ে ভাগ করার পর ভাগশেষটা বের করে।
এই অপারেটর গুলোর সাথে আমরা অলরেডি পরিচিত। আমরা আমাদের ডেইলি লাইফে প্রতিনিয়ত +, -, *, / এগুলো ইউজ করছি। % ভাগশেষ অপারেটর আমরা ডেইলি লাইফে ইউজ না করলেও প্রোগ্রামিং করতে গেলে আমাদের প্রায়ই এটি ইউজ করতে হবে।
মোড অপারেটর (%):
আমরা যদি লিখি ১৬ % ৩ তাহলে আন্সার আসবে ১। চলুন দেখে নেই কিভাবে ১ হলোঃ
ছোটবেলায় আমরা যেভাবে ভাগশেষ বের করতাম ঠিক ওভাবেই
৩ । ১৬ । ৫ -> ভাগফল | ১৫ | ---------------- ১ -> ভাগশেষ
তেমনি আমরা যদি লিখি ১৮ % ৪ তাহলে আন্সার আসবে ২। এখন আপনি নিজেই বের করে ফেলতে পারবেন কিভাবে ২ এসেছে।