Even Odd number and how to check them

আমরা সবাই জোড়-বিজোড় চিনি। আজকে আমরা হালকা একটু রিকেপ করে নিব।

জোড় সংখ্যাঃ ০,২,৪,৬,৮... বিজোড় সংখ্যাঃ ১,৩,৫,৭,৯...

এখন আমাদের যদি একটি সংখ্যা দেওয়া হয় এবং বলা হয় এটি জোড় নাকি বিজোড় চেক করতে তাহলে আমরা কিভাবে করতে পারি? খুবই সহজ। যেসব সংখ্যা ২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় [ অর্থাৎ ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ০ হয় ] তাদেরকে জোড় সংখ্যা বলা হয়। আর যেসব সংখ্যা ২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না [ অর্থাৎ ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ০ হয় না ] তাদেরকে বিজোড় সংখ্যা বলা হয়।

প্রশ্নঃ ১৬ কি জোড় সংখ্যা ?

উত্তরঃ ১৬ একটি জোড় সংখ্যা।

Drawing

প্রশ্নঃ ৩৭ কি জোড় সংখ্যা ?

উত্তরঃ ৩৭ একটি বিজোড় সংখ্যা।

Drawing

Last updated