Let’s learn about division
Last updated
Last updated
আমরা সবাই ভাগ করতে পারি। ভাগ দিয়ে সামনে আমরা অনেক টাইপের অপারেশন করব। তাই আজকে আমরা ভাগটা একটু রিভিশন দিয়ে নেই এবং ভাগ এর কোন টার্মটার নাম কি সেটি জেনে নেই।
মনে করি, ১৭ কে ৫ দিয়ে ভাগ করছি। সেক্ষেত্রে ১৭ হচ্ছে Dividend বা ভাজ্য, ৫ হচ্ছে Divisor বা ভাজক। ভাগ করলে আমরা পাব ৩ যা হচ্ছে Quotient বা ভাগফল এবং ভাগশেষ থাকবে ২ যা Remainder বা ভাগশেষ।
এবার আমরা যদি চেক করে দেখতে চাই একটি সংখ্যাকে আরেকটি দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে আমরা এই পদ্ধতিতে চেক করতে পারি।
ভাগশেষ ০ কিনাঃ মনে করি, সংখ্যা দুটি ১৭, ৫। এক্ষেত্রে আমরা চেক করে দেখব ১৭ কে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে। ১৭ % ৫ = ২ । যেহেতু ভাগশেষ ০ আসে নি, তাই আমরা বলতে পারি ১৭ কে ৫ দিয়ে ভাগ করা যায় না। সংখ্যা দুটি যদি ১৮, ৬ হয়। এক্ষেত্রে আমরা চেক করে দেখব ১৮ কে ৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে। ১৮ % ৬ = ০ । যেহেতু ভাগশেষ ০ হয়েছে, তাই আমরা বলতে পারি ১৮ কে ৬ দিয়ে ভাগ করা যায়।